রাস্তা জানতে চেয়ে মোবাইল ফোন ছিনিয়ে নিল চোর
জেলায় চুরি-ছিনতাইয়ের ঘটনা রমরমিয়ে বাড়ছে। কোথাও বাইক, কোথাও টাকা আবার কোথাও মোবাইল ফোন। ছিনতাই সন্দেহে জেলায় বেড়েছে গণপিটুনির ঘটনাও।
বাড়ির গেটের তালা খুলে ভেতরে যাওয়ার সময়...
গতকাল রাতে সামসির এলাকায় এক শিক্ষিকার বাড়ির গেট থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আরজু তামান্না রতুয়ার সামসি অঞ্চলের মসজিদ পাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকেন। গতকাল সন্ধ্যায় বাড়ির গেটের তালা খুলে ভেতরে যাওয়ার সময় এক যুবক সামসি স্টেশন যাওয়ার রাস্তা জানতে চায়। রাস্তা বলতে বলতেই ওই মহিলার হাতে থাকা দুটি মোবাইল ফোন ছিনিয়ে পালায় ওই যুবক। গতকাল রাতেই সামসি পুলিশ ফাঁড়িতে ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষিকা।
এদিকে, গতকাল দুপুরে মালদা শহরে মোবাইল চোর সন্দেহে দুই যুবককে গণপিটুনির অভিযোগ উঠেছে।
প্রতীকী ছবি।
Comments