top of page

খুশির ইদের দিনে কাজী নজরুলের জন্মদিবস আজ

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মদিবস পালন করল ইংরেজবাজার পুরসভা।


Celebrating Kazi Nazrul Islam's 121 birth anniversary
কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মজয়ন্তী। ছবিঃ কৃতাঙ্ক

নিপীড়িত মানুষের ক্ষোভ দীপ্ত শিখার মতো জ্বলে উঠেছিল যার লেখনীতে, সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মজয়ন্তী আজ। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ ইংরেজবাজারের নজরুল সরণি এলাকায় কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন পুরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ এবং ভাইস চেয়ারম্যান দুলাল সরকার। অনুষ্ঠানে উপস্থিত সকলকেই মুখে মাস্ক পরে শ্রদ্ধা জানাতে দেখা যায় বিদ্রোহী কবিকে। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কাউন্সিলর শুভময় বসু এবং মালদা শিল্পী সংসদের সদস্যরা।





টপিকঃ #নজরুলজয়ন্তী

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page