অঙ্গনওয়াড়িতে কেক কেটে শিশুদিবস পালন
- Nov 14, 2019
- 1 min read
চাঁচল ১ ব্লকের আইসিডিএস কেন্দ্রে পালিত হল শিশুদিবস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁচল ১ ব্লকে ২৩৭টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। এদিন ২৭টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের নিয়ে শিশুদিবস উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিপিও এয়েসান আলি সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার ও কর্মীরা। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অঙ্গনওয়াড়ি কর্মীরা শিশুদের নিয়ে কেক কেটে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, শরীরচর্চা নানা বিষয়ে অনুপ্রাণিত করেন। শিশুদিবস উপলক্ষ্যে এদিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে শিশুরা নাচ-গান-আবৃত্তি পরিবেশন করে।













Comments