চাঁচল ১ ব্লকের আইসিডিএস কেন্দ্রে পালিত হল শিশুদিবস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁচল ১ ব্লকে ২৩৭টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। এদিন ২৭টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের নিয়ে শিশুদিবস উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিপিও এয়েসান আলি সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার ও কর্মীরা। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অঙ্গনওয়াড়ি কর্মীরা শিশুদের নিয়ে কেক কেটে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, শরীরচর্চা নানা বিষয়ে অনুপ্রাণিত করেন। শিশুদিবস উপলক্ষ্যে এদিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে শিশুরা নাচ-গান-আবৃত্তি পরিবেশন করে।
top of page
আরও পড়ুন
পঞ্চায়েত ভোটঃ LIVE UPDATE
সকাল হতেই বোমাবাজি শুরু চাঁচলে৷ অভিযোগের তির শাসকদলের দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ৷ আজ ভোট শুরু হওয়ার এক ঘণ্টা...
চাষিদের উৎসাহ বাড়াতে স্কুলেই পদ্ম চাষ
ভারতের জাতীয় ফুল পদ্ম। এক সময় মালদা জেলাতে বিভিন্ন প্রজাতির পদ্ম চাষ হত। তবে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছে পদ্ম চাষ। দুর্গা পুজোয়...
'টোটো অ্যাম্বুলেন্স' পরিসেবা নিয়ে শহরে যুবক
অ্যাম্বুলেন্স পরিসেবা নিয়ে নানা সময় নানা অভিযোগ উঠে এসেছে। কখনও অতিরিক্ত ভাড়া, আবার কখনও সময়মত অ্যাম্বুলেন্স না পাওয়া। এসমস্ত অভিযোগ...
bottom of page
Comments