top of page

তিন কেজি সোনা ও নগদ ২২ লক্ষ টাকা সহ ধৃত চার

মালদায় হানা দিয়ে তিন কেজি সোনা ও নগদ ২২ লক্ষ টাকা উদ্ধার ডিরেক্টর অফ রেভেনিউ ইনটেলিজেন্সের। এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের তিন পাণ্ডা ও মালদার এক পাণ্ডাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ জেলা আদালতে পেশ করা হয়েছে।


আইনজীবী সুদীপ্ত গাঙ্গুলি বলেন, ডিরেক্টর অফ রেভেনিউ ইনটেলিজন্সের টিম চারজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম দিলীপ দাস (৫২), পীযূসকান্তি ঘোষ (৬২), অতুল দাস (৫৩) ও মহম্মদ মালেক (৫৭)। মহম্মদ মালেক মালদার যদুপুরের বাসিন্দা। বাকি তিনজন দক্ষিণ দিনাজপুরের হিলির বাসিন্দা। ধৃতদের হেপাজত থেকে প্রায় ৩ কেজি সোনা ও নগদ ২১ লক্ষ ৯৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতরা বিদেশী সোনা নিয়ে হাওড়া থেকে বিভিন্ন জায়গায় পাচার করত। ধৃতদের আজ জেল হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page