top of page

রথবাড়ি ক্যাথলিক চার্চে গুড ফ্রাইডে পালন

Updated: Aug 23, 2019

খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের জন্য গুড ফ্রাইডে #GoodFriday বিশেষ গুরুত্ব বহন করে। কারণ এই দিনেই যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়। এই উৎসবের অপর নাম পবিত্র শুক্রবার বা কালো শুক্রবার। গলগথায় যিশু খ্রিষ্টের ক্রুশবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধিমন্দির থেকে তাঁর পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসবটি পালিত হয়। পবিত্র সপ্তাহে ইস্টার রবিবারের পূর্ববর্তী শুক্রবারে প্যাস্কাল ট্রিডামের অংশ হিসেবে এই উৎসব পালিত হয়।



যিশু খ্রিষ্টের ক্রুশবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধিমন্দির থেকে তাঁর পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসবটি পালিত হয়

মালদা জেলাতেও এদিন খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই উৎসবে শামিল হন। শুক্রবার দুপুরে রথবাড়ি ক্যাথলিক চার্চে এই পবিত্র উৎসবের পালন করেন জেলার খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা। প্রভু যীশুকে শাস্তি দান থেকে শুরু করে তাঁর মৃত্যু পর্যন্ত বাইবেলের যে ১৪টি অধ্যায় আছে তা একটি নাটিকার মাধ্যমে উপস্থাপন করা হয়। চার্চের প্রধান ফাদার লাজারুষ মিনজ এই পবিত্র শুক্রবার উপলক্ষে বক্তব্য রাখেন।


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page