top of page

ঘুমের স্প্রে করে নগদ টাকা ও মোবাইল নিয়ে চম্পট, আতঙ্ক আমবাজারে

ঘুমের ওষুধ স্প্রে করে ড্রাইভার এবং খালাসির কাছ থেকে নগদ ১৮ হাজার টাকা ও মোবাইল নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার এলাকায়।জানা গিয়েছে, কাশ্মীর থেকে আপেল বোঝাই লরি নিয়ে মালদায় এসেছিলেন চালক সুকবির সিং এবং খালাসী মনোজিৎ সিং। তাঁদের বাড়ি পাঞ্জাবের অমৃতসর এলাকায়। এদিন সকালে আপেল আনলোড করার সময় ব্যবসায়ীদের নজরে আসে, গাড়ির চালক এবং খালাসী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। চালকের প্যান্টের পকেট কাটা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মালদা জেলা নিয়ন্ত্রিত বাজারের ফল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি গৌতম সাহা এবং সম্পাদক নব সাহা।
গৌতমবাবুর অভিযোগ, এর আগেও এই এলাকায় বহুবার চুরির ঘটনা ঘটেছে। কখনো মোবাইল, কখনো টোটো এমন কি আস্ত একটি ট্রাক চুরির ঘটনাও ঘটেছে নিয়ন্ত্রিত বাজারে। প্রশাসনকে বারবার বলেও কোনো সুরাহা হয়নি। দিনের পর দিন এধরণের ঘটনায় তাঁরা আতঙ্কে রয়েছেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page