পুজো দিয়ে, চা বিলি করে প্রচার প্রার্থীদের
top of page

পুজো দিয়ে, চা বিলি করে প্রচার প্রার্থীদের

যত দিন এগোচ্ছে তত যেন চর্চা বাড়ছে পাড়ার চায়ের আড্ডায়। বাড়ছে প্রচারের হিড়িকও। একদিকে বিজেপি প্রার্থী যখন বাজারে চা বিলিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে প্রচার সারছেন। সেই সময় মন্দিরে পুজো দিয়ে বাড়ি বাড়ি গিয়ে জন সংযোগে ব্যস্ত কংগ্রেস প্রার্থী। প্রচারে পিছিয়ে নেই শাসকদলের লোকজনও।


দক্ষিণ মালদা কেন্দ্রে এবার কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্রের বিদায়ী সাংসদ আবু হাসেম খান চৌধুরির ছেলে ইশা খান চৌধুরি। গত লোকসভা নির্বাচনে ডালুবাবুর কাছে মাত্র ৮ হাজার ভোটে হারার অভিজ্ঞতা নিয়ে এবার ফের পদ্ম শিবিরের হয়ে লড়াইয়ে নেমেছেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরি। এই লোকসভা কেন্দ্রের লড়াই আরও কঠিন করে তুলেছেন শাসকদলের প্রার্থী শাহনওয়াজ আলি রাইহান।



আজ সকালে মালঞ্চপল্লি এলাকায় প্রচারে যান শ্রীরূপাদেবী। বাজারে ক্রেতা বিক্রেতাদের মধ্যে চা বিলি করে, কখন বিক্রেতাদের মাছের ওজন করে জন সংযোগ প্রক্রিয়া চালান তিনি। অন্যদিকে, মালদা শহরে প্রচার চালাতে গিয়ে মনস্কামনা মন্দিরে পুজো দিতে দেখা যায় সুজাপুরের প্রাক্তন সাংসদ তথা প্রার্থী ইশা খান চৌধুরিকে। প্রচার কর্মসূচিতে তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেসের পাশাপাশি বামফ্রন্টের নেতাকর্মীরাও।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page