করোনা পরীক্ষার জন্য মালদা থানায় পুলিশের লালারস সংগ্রহ
top of page

করোনা পরীক্ষার জন্য মালদা থানায় পুলিশের লালারস সংগ্রহ

ক্রমশ জেলায় নিজের প্রভাব বিস্তার করছে করোনা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১১ জন৷ কিন্তু সংক্রামিতদের সবাই ভিনরাজ্য ফেরত নন৷ ফলে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে বলেই আশঙ্কা করছে জেলাবাসী৷ ইতিমধ্যে সংক্রামিত হয়েছেন একাধিক স্বাস্থ্যকর্মী৷ সংক্রামিত হয়েছেন জেলার এক স্বাস্থ্য আধিকারিকও৷




এই পরিস্থিতিতে তৎপর জেলা পুলিশ৷ বিভিন্ন থানায় কর্মরত পুলিশ ও সিভিককর্মীদের লালারস সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে৷ ইতিমধ্যে জেলার চারটি থানায় সেই প্রক্রিয়া শেষ হয়েছে৷ আজ মালদা থানায় কর্মরত পুলিশকর্মীদেরও লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ পরবর্তীতে সিভিক ভলান্টিয়ারদের লালারস সংগ্রহ করা হবে৷ আজ প্রায় ৮০ জন পুলিশকর্মী নিজেদের লালারস পরীক্ষার জন্য দিয়েছেন৷ এদিন জেলায় আক্রান্ত হয়েছেন এক স্বাস্থ্য আধিকারিক সহ আরও ১০জন। কিন্তু মালদা থানার কোনও পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয় নি। খানিক আগে এই খবরের শিরোনামে বিভ্রান্তি তৈরি হয়, এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী। সত্যতা যাচাই করে পোস্টটি সাথেসাথে আপডেট করা হয়েছে। (আপডেট)


মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ মালদা থানা, মঙ্গলবাড়ি ফাঁড়িতে কর্মরত সমস্ত পুলিশকর্মীর লালারসের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে৷


টপিকঃ #CoronaVirus

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page