top of page

চুরি করা ডেবিট কার্ডে গহনা কিনে শ্রীঘরে চোর

জেলা সাইবার ক্রাইম ও মালদা পুলিশের জালে ধরা পড়ল এটিএম জালিয়াতি চক্রের এক পাণ্ডা। বুধবার দুপুরে মঙ্গলবাড়ি রাজীব গান্ধি মিউনিসিপাল মার্কেট থেকে ওই ব্যক্তিকে পাকড়াও করে স্থানীয় লোকজন। এরপর মারধর করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।



ব্যাঙ্কের ২৬টি ডেবিট কার্ড বাজেয়াপ্ত হয়েছে


ধৃত ব্যক্তি উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাসিন্দা, নাম মোহম্মদ দিলওয়ার (৩০)। মালদা থানার পুলিশ ও জেলা সাইবার ক্রাইম দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত ১ অক্টোবর ধৃত ব্যক্তি একটি চোরাই ডেবিট কার্ড ব্যবহার করে কিছু গহনা কেনে। সেই সূত্র ধরেই দোকানের সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়। আজ ওই ব্যক্তি ফের ওই দোকানে ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে গহনা কিনতে এসেছিল। ঘটনাস্থল থেকে ওই ব্যক্তি পালাতে গেলে স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ধৃত ব্যক্তির হেপাজত থেকে ২৬টি ব্যাঙ্কের ডেবিট কার্ড ও একটি নম্বর বিহীন মোটরবাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page