top of page

অনির্দিষ্টকালের বাস ধর্মঘট মালদায়

সকাল থেকেই জেলার সমস্ত রুটের বেসরকারি বাস চলাচল বন্ধ ছিল


দুর্ঘটনায় আটক বাসচালকের জামিন না মেলায় অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস ধর্মঘটে নামল সমস্ত বাসচালক ইউনিয়নগুলি। বৃহস্পতিবার সকাল থেকেই জেলার সমস্ত রুটের বেসরকারি বাস চলাচল বন্ধ ছিল। বেসরকারি বাস বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। শহরের রথবাড়ি মোড়, সুকান্ত মোড়ে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের। সরকারি বাস চললেও তা ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম।চালকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে


জানা গিয়েছে, গত কয়েকদিন আগে মালদা-নালাগোলা রুটে একটি যাত্রীবাহী বেসরকারি বাস দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ ওই বাসের চালককে আটক করে। তার বিরুদ্ধে পুলিশ ৩০৮ ধারায় মামলা রুজু করে। ওই চালকের জামিন না মেলায় প্রতিবাদে শামিল হয় বাসচালক শ্রমিক সংগঠনগুলি। এরই প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের বেসরকারি বাস ধর্মঘটের ডাক দিয়েছে সমস্ত চালক ইউনিয়নগুলি। তৃণমূল বাস চালক ইউনিয়নের জেলা সম্পাদক বিদ্যুৎ বসাক জানান, আমাদের এক চালক গাড়ি নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। তারই প্রতিবাদে শ্রমিক ইউনিয়নগুলি মিলিত হয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page