নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বাস, চলছে উদ্ধার কাজ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Sep 18, 2021
- 1 min read
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস। ঘটনায় মৃত্যু হয়েছে তিন বছরের শিশুর, আহত প্রায় ৩০ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে মালদা-মানিকচক রাজ্য সড়কের উপর বাকিপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে বাসটি মানিকচকের দিক থেকে মালদা শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ একটি শিশু রাস্তায় চলে আসে। সেই শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পার্শ্ববর্তী নয়ানজুলিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধার কাজে নেমে পড়েন। কমবেশি আহত অবস্থায় প্রায় ৪০ জনকে উদ্ধার করে মালদা মেডিকেল ও মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়দের অনুমান, বাসটি উদ্ধার হলে ভেতরে মৃতদেহ মিলতেও পারে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios