top of page

বাস চালক আক্রান্ত, রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ

বেসরকারি বাস চালককে মারধরের অভিযোগে অবরোধ করে আন্দোলনে বাস চালক ও খালাসিরা। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে মানিকচক থানার মথুরাপুর এলাকায়। বাস চালককে মারধরের ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি তুলেছেন অবরোধকারীরা।


আক্রান্ত বাস চালকের নাম বিজয় সরকার। জনা গিয়েছে, মালদা শহর থেকে রতুয়াগামী বেসরকারি বাস নিয়ে মানিকচকের দিকে যাচ্ছিলেন তিনি। মথুরাপুর এলাকায় পাস কাটাতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটরবাইক চালকের সাথে বচসা বেঁধে যায়। অভিযোগ, প্রথমে গালিগালাজের পর বিজয়বাবুকে চালকের আসন থেকে নামিয়ে ব্যাপক মারধর করা হয়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে বেসরকারি বাসের অন্যান্য চালক সহ যানবাহন কর্মীরা। রাস্তার উপরেই বাস দাঁড় করিয়ে রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বাস চালকরা।



ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মানিকচক থানার পুলিশ। খবর লেখা পর্যন্ত পুলিশের অনুরোধে সাড়া না দিয়ে অবরোধ চালিয়ে যাচ্ছেন চালকরা।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page