top of page

নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রীবাহী বাস, আহত অন্তত ২০

মোটরবাইককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিকের পোলে ধাক্কা মেরে উলটে গেল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে হবিবপুরের ১১ মাইল এলাকায়। স্থানীয় বাসিন্দারা আহত যাত্রীদের উদ্ধার করে মধুপুকুর ও বুলবুলি স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করে। ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে যানজট নিয়ন্ত্রণ করে হবিবপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি মালদা থেকে নালাগোলা (#Nalagola) যাচ্ছিল।


নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রীবাহী বাস

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page