ওভারটেক করতে গিয়ে উলটে গেল যাত্রীবাহী বাস
নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল কলকাতা থেকে মালদা গামী বেসরকারি যাত্রীবাহী বাস। ঘটনায় আহত কমপক্ষে ১০ জন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের সুস্থানি মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
জানা গিয়েছে, কলকাতা থেকে মালদার উদ্দেশ্য আসছিল বাসটি। মালদা ঢোকার মুখে সুস্থানি মোড়ে একটি সরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাসটি। স্থানীয়রা তড়িঘড়ি যাত্রীদের উদ্ধার করে মালদা মেডিকেলে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
[ আরও খবরঃ লোকেশন ট্র্যাক করে উদ্ধার অপহৃত রেশন ডিলার ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
留言