বিদ্যুতের তারের সংযোগ হয়ে পাটবোঝাই ট্রাকে আগুনের ঘটনার চাঞ্চল্য ছড়াল মানিকচকে। স্থানীয় বাসিন্দারা চালকের সাহায্যে জ্বলতে থাকা গাড়িকে ডোবায় উলটে দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে মানিকচকের মথুরাপুর এলাকায়।
বিদ্যুতের তারে সংযোগ হওয়ায় হঠাৎ আগুন লেগে যায় পাটের গাড়িতে
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে এলাকার একটি ট্রাকে পাট তোলার কাজ চলছিল। সেইসময় বিদ্যুতের তারে সংযোগ হওয়ায় হঠাৎ আগুন লেগে যায় পাটের গাড়িতে। স্থানীয় বাসিন্দারা চালকের সাহায্যে জ্বলতে থাকা গাড়িটিকে ডোবায় উলটে দিলে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় বিবেকানন্দ মণ্ডল নামে এক যুবক সামান্য আহত হয়েছেন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকলের কর্মীরা।
Commentaires