top of page

বুলবুলচণ্ডী বিএসএনএল অফিসে ডাকাতি

হবিবপুর থানার বুলবুলচণ্ডী বিএসএনএল অফিসে ডাকাতির ঘটনা ঘটল সোমবার রাতে। অফিসের এক ইলেকট্রিক মেইনটেনেন্স কর্মীকে বন্দুকের বাট দিয়ে প্রথমে মারা হয়। তারপর সেই কর্মীর চোখ ও হাত-পা বেঁধে ডাকাত দলটি বিএসএনএল অফিসের ভিতরে ঢুকে পড়ে। সেখান থেকে ৪০-৪২টি ব্যাটারি সহ একটি গ্যাস সিলিন্ডার নিয়ে ডাকাত দলটি পালিয়ে যায়। ডাকাতি করে পালানোর সময় ফেলে রেখে যায় একটি রাম দাঁ ও তালা কাটার মেশিন। মঙ্গলবার সকালে এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। হবিবপুর থানার পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page