top of page

বুলবুলচণ্ডী বিএসএনএল অফিসে ডাকাতি

Updated: Sep 12, 2020

হবিবপুর থানার বুলবুলচণ্ডী বিএসএনএল অফিসে ডাকাতির ঘটনা ঘটল সোমবার রাতে। অফিসের এক ইলেকট্রিক মেইনটেনেন্স কর্মীকে বন্দুকের বাট দিয়ে প্রথমে মারা হয়। তারপর সেই কর্মীর চোখ ও হাত-পা বেঁধে ডাকাত দলটি বিএসএনএল অফিসের ভিতরে ঢুকে পড়ে। সেখান থেকে ৪০-৪২টি ব্যাটারি সহ একটি গ্যাস সিলিন্ডার নিয়ে ডাকাত দলটি পালিয়ে যায়। ডাকাতি করে পালানোর সময় ফেলে রেখে যায় একটি রাম দাঁ ও তালা কাটার মেশিন। মঙ্গলবার সকালে এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। হবিবপুর থানার পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page