top of page

বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি পাচারকারীর

বিএসএফ জওয়ানদের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি পাচারকারীর৷ আজ ভোরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কুমারপুর চৌধুরিপাড়া সংলগ্ন সীমান্তে৷ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ৷



স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর চারটে নাগাদ কুমারপুর চৌধুরিপাড়া গ্রাম সংলগ্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে গোরু পাচারের চেষ্টা করছিল দুষ্কৃতীরা৷ সেই দৃশ্য নজরে পড়ে সীমান্ত পাহারায় নিযুক্ত জওয়ানদের৷ জওয়ানরা পাচারকারীদের তাড়া করলে ভারতীয় সীমান্তে থাকা পাচারকারীরা গোরু নিয়ে পালিয়ে যায়৷ কাঁটাতারের ওপার থেকে বাংলাদেশি পাচারকারী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে জওয়ানদের দিকে তেড়ে আসে৷ জওয়ানরা আত্মরক্ষায় পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালান৷ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পাচারকারীর৷ বাকি পাচারকারীরা সেই সময় পালিয়ে যায়৷ ঘটনাস্থল থেকে একটি ধারালো হাঁসুয়া ও একটি মোবাইল উদ্ধার করেছে বিএসএফ৷


পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে, মৃত পাচারকারীর নাম জাইরুল শেখ৷ বিএসএফের অনুমান জাইরুলের বাড়ি বাংলাদেশের হোসেনভিটা গ্রামের ফুটানি বাজারে৷

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page