সীমান্ত থেকে ৩০ কিলো গাঁজা উদ্ধার করল বিএসএফ
- Mar 17, 2020
- 1 min read
মালদা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের দুই এলাকা থেকে ৩০ কিলো গাঁজা এবং ৭৭৫ বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করল বিএসএফ। যদিও কোনও ক্ষেত্রেই কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ কালিয়াচকের দৌলতপুর বিওপি এলাকায় ৭৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা কয়েকজন দুষ্কৃতীর উপস্থিতি টের পায়। তাড়া করতেই তারা সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে ৮টি ব্যাগে ২৭ কিলো গাঁজা বাজেয়াপ্ত করা হয়। অন্যদিকে, গতকাল ঠিক একই সময়ে হবিবপুরের মনসাতলা এলাকায় ৪৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা একই পদ্ধতিতে ৩ কিলো গাঁজা ও ৭৭৫ বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করে। ওই ফেন্সিডিলের বাজারমূল্য ১ লাখ ১৯ হাজার ৫৬০ টাকা।














Comments