সীমান্তে গোরু পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ
ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে আট গোরু পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে তোলা হয়েছে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বৈষ্ণবনগর সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৮ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে বিএসএফ। ধৃতদের নাম মহম্মদ শাহাবুল, মনিরুল ইসলাম, সুজান আলি, বাকিম আলি, মহম্মদ আলি, রুবেল হোসেন, ইউসুফ খান ও আশিকুল শেখ। আশিকুল শেখের বাড়ি মালদা জেলার কালিয়াচকে, বাকিরা বাংলাদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতদের বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ কর্তৃপক্ষ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে তোলা হয়েছে।
Comments