Search
মানিকচকে মহিলার যৌনাঙ্গে লাঠি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Nov 4, 2019
- 1 min read
Updated: Sep 21, 2020
গৃহবধূকে শ্লীলতাহানি করে যৌনাঙ্গে লাঠি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল মানিকচকে। নির্যাতিতা বধূ বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় পুলিশি অসহযোগিতার অভিযোগ তুলে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে নির্যাতিতা বধূর পরিবার।
বাধ্য হয়ে পরিবারের লোকজন পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৯ অক্টোবর গৌরাঙ্গ মণ্ডল নামে এক ব্যক্তি মানিকচকের এক গৃহবধূর শ্লীলতাহানি করে যৌনাঙ্গে লাঠি ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। পরিবারের লোকজন ওই বধূকে ভুতনি হাসপাতালে ভরতি করেন। তিনদিন চিকিৎসার পরও মহিলার যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় চিকিৎসকরা তাঁকে মালদা মেডিকেল কলেজে রেফার করেন।
নির্যাতিতা মহিলার পরিবারের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে ঘটনার দিনই পুলিশে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। বাধ্য হয়ে পরিবারের লোকজন পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। যদিও এই ঘটনায় পুলিশ প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে সাহায্য না পেলে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হওয়ার কথাও জানান নির্যাতিতা মহিলার পরিবারের লোকজন।
প্রতীকী ছবি।
Comments