top of page

২৮ কোটি টাকার ব্রাউন শুগার, নগদ ৩২ লক্ষ টাকা সহ গ্রেফতার এক

২৮ কোটি টাকার ব্রাউন শুগার ও নগদ ৩২ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতকে পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


গোপন সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ি ও কালিয়াচক থানার পুলিশ বামনটোলা এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় ৭ কেজি ৯০০ গ্রাম ব্রাউন শুগার। উদ্ধার হয় নগদ ৩২ লক্ষ টাকা ও একটি টাকা গোনার মেশিন। পুলিশের অনুমান উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পাইকারি ও খুচরো বাজারমূল্য এক কোটি টাকা থেকে ২৮ কোটি টাকা পর্যন্ত হতে পারে। এই ঘটনায় মহম্মদ সমীর শেখ (৩৪) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ।



পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, ধৃতকে জেরা করে আপাতত তিন ব্যক্তির নাম জানা গিয়েছে। সেই তিন ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে। পাশাপাশি উদ্ধার হওয়া ব্রাউন শুগার কোথায় পাচার করা হত, কাঁচামাল কোথা থেকে এসেছিল তা জানতে ধৃতকে জেরা করা হবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page