top of page

কারবালা ময়দানে হঠাৎ পুলিশি অভিযান, মিলল ব্রাউনশুগার

ব্রাউন শুগার সহ দুই কারবারিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে কালিয়াচক থানার পুলিশ অভিযান চালায় কারবালা ময়দান সংলগ্ন এলাকায়। অভিযানে দুই যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় ১০৫ গ্রাম ব্রাউন শুগার। উদ্ধার হওয়া ব্রাউনশুগারের বাজারমূল্য লক্ষাধিক টাকা। ধৃতদের নাম বনমালী মণ্ডল (৩২) ও মুনতাজুল হক (৩৪)। ধৃতদের বাড়ি কালিয়াচক এলাকায়।



পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়। তাদের গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদনে আজ তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page