সিআইডির অভিযানে উদ্ধার ব্রাউন শুগার, ধৃত ২
১ কেজি ৭৩ গ্রাম ব্রাউন শুগার সহ দুই যুবককে গ্রেফতার করল সিআইডি। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কালিয়াচকের বালিয়াডাঙ্গা এলাকায় হানা দিয়ে দুই যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ১ কেজি ৭৩ গ্রাম ব্রাউন শুগার। ধৃতদের নাম রফিকুল মিয়াঁ (২১) ও ফিরদৌস মিয়াঁ (১৯)। ধৃতরা কালিয়াচকের গোলাপগঞ্জের বাসিন্দা। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
[ আগের খবরঃ অবৈধভাবে কাটা হল ২৫০টি গাছ, চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments