জমি নিয়ে বিবাদ, ছুরির আঘাতে কাটল গাল
জমি নিয়ে বিবাদের জেরে চাকু দিয়ে গাল কেটে দেওয়ার অভিযোগ উঠল কাকাতো ভাইদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে চাঁচল থানার গোবিন্দপাড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবিন্দপাড়ার বাসিন্দা সুলভ দাস ও তাঁর ভাইবোনেরা বাবার সম্পত্তি সম্প্রতি বিক্রি করে দেন। এনিয়ে কাকাতো ভাইদের সঙ্গে মাসখানেক আগে বিবাদ বাঁধে তাঁদের। অভিযোগ, গতকাল রাতে কাকাতো ভাইদের তিনজন হঠাৎ সুলভবাবুর উপরে চড়াও হয়। চাকু দিয়ে গাল কেটে বেধড়ক মারধর করা হয় তাঁকে। বাধা দিতে গেলে তাঁর স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। রাতেই গুরুতর অবস্থায় তাঁদের মালতিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সকালে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[ আরও খবরঃ প্রশাসনিকভবনে উধাও করোনা বিধিনিষেধ, তৈরি অজুহাত! ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Komentarze