বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে শ্যালিকার হাতে খুন জামাই
top of page

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে শ্যালিকার হাতে খুন জামাই

বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে রাজি হননি। তার জেরেই শ্যালিকার হাতে খুন হতে হয়েছে জামাইকে। এই ঘটনায় সামনে এসেছে অভিযুক্ত শ্যালিকার আরও এক প্রেমিকের কাহিনী। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও দুই পাণ্ডার খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে।


উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর মানিকচকের এনায়েতপুরের একটি আম বাগান থেকে এক ব্যক্তির ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত ব্যক্তির নাম সরফরাজ মোমিন। বাড়ি ইংরেজবাজারের মিলকি এলাকায়। ঘটনার আগের রাতেই তাঁর স্ত্রী স্বামীর নিখোঁজ ডায়ারি করেছিলেন।


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক ডেকে অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন জানান, এই ঘটনায় সরফরাজের স্ত্রী আসিফা পুলিশে মিসিং ডায়ারি করেছিলেন। পরদিনই সরফরাজের মৃতদেহ উদ্ধার হয়। তদন্তে জানা যায়, আসিফার এক দূর সম্পর্কের এক বোন সুলতানা খাতুনের (২৭) সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সরফরাজের। সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে রাজি হননি সরফরাজ। সেই কারণেই সুলতানা তার আরেক প্রেমিক নূর কালামের সঙ্গে খুনের পরিকল্পনা করে। ৮ সেপ্টেম্বর রাতে ফোন করে এনায়েতপুরের একটি পরিত্যক্ত বাড়িতে ডাকে সে। সেখানেই চারজন মিলে ধারালো অস্ত্রের কোপ মেরে সরফরাজকে খুন করে। এই ঘটনায় এখনও পর্যন্ত সুলতানা খাতুন (২৭) ও কাজল রবিদাসকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। নূর কালাম ও শেখ সুরজের খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে। খুনে ব্যবহৃত অস্ত্র এখনও উদ্ধার হয়নি। ধৃতদের আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page