আবাস যোজনায় নেওয়া হচ্ছে ঘুষ, অভিযোগ সদস্যের
top of page

আবাস যোজনায় নেওয়া হচ্ছে ঘুষ, অভিযোগ সদস্যের

আবাস যোজনা নিয়ে এবার দুর্নীতির অভিযোগ তুললেন তৃণমূলি পঞ্চায়েত সদস্য। টাকার বিনিময়ে আবাস যোজনার তালিকায় নাম নথিভুক্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


কালিয়াচক ৩ নম্বর ব্লক এলাকার বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতের ভাদুটোলা গ্রামের তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েত সদস্য মিঠুন সেখের অভিযোগ, আবাস যোজনার চরম দুর্নীতি হচ্ছে। যোগ্য উপভোক্তাদের নাম কেটে বাদ দিতে দেওয়া হচ্ছে। সার্ভের জন্য ১০ হাজার টাকা করে ঘুষ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এমনকি চূড়ান্ত তালিকায় নাম তুলতে বিডিও অফিসেও ১০ হাজার টাকা করে ঘুষ দিতে হচ্ছে বলেও অভিযোগ করেন মিঠুনবাবু।


স্থানীয় বাসিন্দারা জানান, তালিকায় যোগ্য হিসেবে অনেকের নাম ছিল কিন্তু বিডিও নিজে সার্ভে করে যাওয়ার পরেও অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। এখন তাঁরা শুনতে পাচ্ছেন, বিডিও অফিসে ১০ হাজার টাকা নেওয়া হচ্ছে নাম তোলার জন্য।


যদিও ব্লক প্রশাসনের তরফে দাবি করা হয়েছে এসব ভিত্তিহীন অভিযোগ। সরকারি নিয়ম মেনেই সার্ভে করা হয়েছে। যারা এই প্রকল্পের সুবিধে পাওয়ার যোগ্য তাঁদেরই নাম রয়েছে তালিকায়।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page