top of page

কাজ না করে লাগানো হয়েছে বোর্ড, প্রতিবাদে ভোট বয়কটের ডাক

রাস্তা ও স্থায়ী ব্রিজের দাবিতে পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের দিকে এগোচ্ছেন হবিবপুর ব্লকের জগন্নাথপুর এলাকার গ্রামবাসীরা। আজ নিজেদের দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে সংবাদমাধ্যমের সামনে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন গ্রামের মহিলারা।



গ্রামবাসীদের অভিযোগ, ১৯৮১ সালে এই রাস্তা হওয়ার কাজ শুরু হয়েছিল। দুইদিকে সামান্য কাজ হয়েছে। কিন্তু মাঝখানের ১০-১২ কিলোমিটারের রাস্তা হয়নি। এখনও বাঁশের মাচা দিয়ে মানুষকে হাটতে হচ্ছে। অথচ সেখানে পিডব্লিউডির বোর্ড লাগানো হয়েছে। কেন কাজ না করেই বোর্ড লাগানো হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে রাস্তার কাজ না হলে আমরা ভোট বয়কট করব।




স্থানীয় মহিলারা জানান, পাকা রাস্তা না থাকায় তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। বাঁশের মাচা দিয়ে যাতায়াত করতে গিয়ে অনেকেই দুর্ঘটনার কবলে পড়েছে। কিন্তু পাকা রাস্তার কাজ হয়নি। অথচ পিডব্লিউডির বোর্ড লাগানো রয়েছে। অবিলম্বে রাস্তা ও ব্রিজ না করা হলে তাঁরা ভোট বয়কট করবেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Kommentare


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page