Search
বাড়ির সামনে ধরনা প্রেমিকার, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপ প্রেমিকের
- আমাদের মালদা ডিজিট্যাল
- Nov 20, 2019
- 1 min read
Updated: Sep 30, 2020
বাড়ির সামনে বিয়ের দাবিতে ধরনায় বসেছিল প্রেমিকা। অভিমানে চলন্ত রেলের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল প্রেমিক। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মহিষবাথানির গুজরঘাটটোলায়। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, মহিষবাথানি অঞ্চলের গুজরঘাটটোলার সানাউল হকের (২০) সঙ্গে প্রতিবেশী এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের দাবিতে ওই কিশোরী গতকাল রাতে সানাউলের বাড়ির সামনে ধরনায় বসে। এনিয়ে ওই যুবকের সঙ্গে কিশোরীর বাড়ির লোকজনের ঝামেলা হয়। অভিযোগ, অভিমানে সানাউল চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
ওই কিশোরী জানায়, ওই যুবকের সঙ্গে তার দু’বছর ধরে সম্পর্ক ছিল। গতকাল রাতে ওই যুবকের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়। বাড়ির লোকজন সেই ঘটনা দেখতে পেয়ে সানাউলকে বিয়ের কথা বলে। কিন্তু সানাউল বিয়েতে রাজি হয়নি। সেই কারণে পরিবারের লোকজন তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল।
প্রতীকী ছবি।
Comments