ধান কাটার মেশিনে নাবালকের মৃত্যু
জমিতে ঝাড়া ধান কুড়োতে গিয়ে ট্রাক্টরের রোটার মেশিনে প্রাণ গেল ১৪ বছরের বালকের। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে হরিশ্চন্দ্রপুরের ডাঙ্গিলা এলাকায়।
মৃত বালকের নাম আবু তালেব। আবু চণ্ডীপুর হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি মাঠে ধান কাটার কাজ চলছিল। সেই মাঠে রোটার মেশিন দিয়ে চালক ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। সকলের অজান্তে আবু রোটার মেশিনের কাছে চলে যায়। চিৎকারে সকলে ছুটে এসে বিষয়টি দেখতে পান। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহের তিনটি টুকরো উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। এদিকে, ঘটনার পর মৃত বালকের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য সুজাতা সাহা ও জেলাপরিষদ সদস্য সন্তোষ চৌধুরি।
[ আরও খবরঃ ধর্ষণের অভিযোগ তুলতে ‘চাপ’ তৃণমূল নেতার ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments