Search
সংক্রমণ এড়াতে থাকছে অতিরিক্ত সহায়ক বুথ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jan 20, 2021
- 1 min read
এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন। করোনা আবহে হতে চলেছে এবছরের নির্বাচন। সংক্রমণ রুখতে একটি বুথে এক হাজার পঞ্চাশ জনের বেশি ভোটার রাখা যাবে না এমন নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বেশি ভোটার থাকলে ওই ভোট কেন্দ্রে সহায়ক বুথ করতে হবে। কমিশনের এই নির্দেশে আজ সর্বদলীয় বৈঠক হল জেলা প্রশাসনিকভবনে।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, নির্বাচনের ভারপ্রাপ্ত আধিকারিক লিটন সাহা সহ অন্যান্য আধিকারিকরা। লিটনবাবু বলেন, আজ জেলার সমস্ত দলের প্রতিনিধি নিয়ে বৈঠক হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী জেলায় সহায়ক বুথের সংখ্যা দাঁড়াবে ১৩২৬। সর্বশেষ পাওয়া ভোটার তালিকা অনুযায়ী জেলায় মোট ভোটারের সংখ্যা ২৯ লক্ষ ৯৬ হাজারের কিছু বেশি।
[ আরও খবরঃ পুলিশের জালে দু’লক্ষ জালনোট ও পাচারকারী ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments