পুকুর বিবাদের জেরে বোমা বিস্ফোরণ, জখম মহিলা
পুকুর নিয়ে বিবাদের জেরে বোমা বিস্ফোরণে জখম হলেন এক মহিলা। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মহদিপুর এলাকার। জখম মহিলা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
বিগত কয়েক বছর ধরে একটি পুকুর দখল করার চেষ্টা করছে
আহত মহিলার নাম অনিতা ঘোষ (৩৫)। বাড়ি ইংরেজবাজারের মহদিপুর এলাকায়। পরিবারের লোকেরা জানান, বিগত কয়েক বছর ধরে একটি পুকুর দখল করার চেষ্টা করছে স্থানীয় কালু ঘোষ ও তার দলবল। এর আগেও এই পুকুর নিয়ে বচসা হয়েছে। আজ সকালে বাজার যাওয়ার পথে ওই মহিলাকে লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করে কালু ঘোষের দলবল। বিস্ফোরণের ফুলকি অনিতা ঘোষের হাতে লাগে। স্থানীয়রা আহত মহিলাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments