পুকুর দখলকে কেন্দ্র করে বোমাবাজি মহদীপুরে
top of page

পুকুর দখলকে কেন্দ্র করে বোমাবাজি মহদীপুরে

পুকুর দখল নেওয়াকে কেন্দ্র করে বিবাদ। আর এই বিবাদের জেরে বোমা-গুলি ছোঁড়ার অভিযোগ। ঘটনায় গতকালই একজন গুরুতর আহত হয়। বৃহস্পতিবার রাতে সেই বিবাদের জেরে মারধর করা হয় এক কিশোরকে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মহদীপুর এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।



জানা গেছে আহত নাম হিরু ঘোষ। সে স্থানীয় স্কুলের নবম শ্রেণীর ছাত্র। পরিবারের সদস্যরা জানায়, তাদের ৪০ বিঘার একটি পুকুর রয়েছে। সেই পুকুরটি কয়েক বছর ধরে কালু ঘোষ দখলের চেষ্টা করছে। এই নিয়ে তাদের সঙ্গে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে। গতকাল সকালে সেই বিবাদের জেরে বোমা ছুঁড়তে শুরু করে অভিযুক্ত কালু ঘোষ ও তার দলবল। ঘটনায় আহত হয় অনিতা ঘোষ নামে এক মহিলা। বর্তমানে সে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শত্রু ঘোষকে না পেয়ে তাঁর ছেলে হিরু ঘোষকে বেধড়ক মারধর করে ও প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা। এতেই হিরু ঘোষের মাথায় গুরুতর আঘাত লাগে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে ওই পরিবারের সদস্যরা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page