সিঙ্গাতলায় অ্যাপার্টমেন্টের সামনে পরিত্যক্ত পার্সেল ঘিরে বোমাতঙ্ক
পরিত্যক্ত পার্সেলকে কেন্দ্র করে বোমাতঙ্ক মালদা শহরে। সিঙ্গাতলা এলাকায় একটি অ্যাপার্টমেন্টে সামনের অংশ ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে বম্ব স্কোয়াড। ইংরেজবাজার পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রমাপ্রসাদ ব্যানার্জি জানান, আজ বিকেলে এই ওয়ার্ডের একটি অ্যাপার্টমেন্টের সামনে একটি পার্সেল পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় ওই পার্সেলে বোমা থাকতে পারে। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে বম্ব স্কোয়াড।
Comentários