top of page

পঞ্চায়েত সদস্যের বাড়ি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার জার ভরতি বোমা

জেলা তৃণমূল সভাপতির গড়ে তৃণমূলি পঞ্চায়েত সদস্যের বাড়ি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার তজা বোমা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপকক চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচলের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের হঠাৎ পাড়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


মালতিপুর বিধানসভার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের হঠাৎপাড়া এলাকায় তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য মুনতারা বিবির বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও পরিবারের সদস্যরা সেই সময় বাড়িতে ছিলেন না। অভিযোগ, মুনতারা বিবির দেওরের পরিত্যক্ত রান্নাঘরে মজুত ছিল তাজা বোমা। সেই বোমা হঠাৎই বিস্ফোরণ হয়। শুধু তাই নয়, পঞ্চায়েত সদস্যের বাড়ির পেছনে পাটাতনের ভিতরে থেকে উদ্ধার হয়েছে জার ভর্তি তাজা বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ।



ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেসের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস চালাতে তৃণমূল বোমা মজুত করেছিল। এখনও সেই বোমা উদ্ধার হচ্ছে। যদিও শাসকদলের সাফাই, বিরোধীরা তৃণমূলকে বদনাম করতে ষড়যন্ত্র করে এসব ঘটনা ঘটাচ্ছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page