ভোটের আগে রাস্তার ধারে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
top of page

ভোটের আগে রাস্তার ধারে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

সাতসকালে রাস্তার ধারে বোমা পড়ে থাকতে দেখে বাসিন্দারা। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গাজোলের আলাল গ্রামে৷ বোমাগুলি উদ্ধার হয়েছে আলাল গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধান খালেদুর রহমানের বাড়ির সামনে৷ এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷


আলাল বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়ির সামনের চারটি জায়গায় চারটি বোমা দেখতে পারেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে চারটি তাজা বোমা উদ্ধার করে পুলিশের বম্ব স্কোয়াড৷ ওই বাড়ি খালেদুর সাহেবের। তিনি আগে সিপিএম করলেও বর্তমানে তৃণমূল করেন৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পৈতৃক সম্পত্তি নিয়ে সম্প্রতি খালেদুর সাহেবের সঙ্গে তাঁর দুই ভাই, মোহম্মদ ইসমাইল ও ইসরাইল শেখের ঝামেলা চলছিল৷ ঝামেলা মেটানোর জন্য আজই তাঁদের আলোচনায় বসার কথা ছিল৷ কিন্তু তার আগেই সকালে বোমা উদ্ধারের ঘটনায় আলোচনা ভেস্তে যায়৷


খালেদুর সাহেব জানান, সকালে তিনি জানতে পারেন, বাড়ির নিচে বিভিন্ন জায়গায় বোমা পড়ে রয়েছে৷ কয়েকদিন ধরে ভাইদের সঙ্গে তাঁর পারিবারিক ঝামেলা চলছে৷ এনিয়ে তাঁর বাবা তাঁর দুই ভাইয়ের বিরুদ্ধে গাজোল থানায় অভিযোগও দায়ের করেন৷ আজ ঝামেলা মেটানোর জন্য তাঁদের আলোচনায় বসার কথা ছিল। তাঁর অনুমান, আলোচনা ভেস্তে দিতেই কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে বাড়ির সামনে বোমা রেখে দিয়েছে৷




গোটা ঘটনা নিয়ে ভোটের আগে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷ তৃণমূল, বিজেপি ও সিপিএম, তিন দলই এই ঘটনায় একে অন্যের দিকে আঙুল তুলেছে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page