২৪ ঘণ্টা পরেও মিলল না তলিয়ে যাওয়া দেহ
২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও মিলল না নদীগর্ভে তলিয়ে যাওয়া শিশুকন্যার দেহ। এনিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে মালতিপুর এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে মায়ের সাথে কাপড় কাচতে গিয়ে মহানন্দা নদীতে তলিয়ে যায় চার বছরের ফাইমা ইয়াসমিন। ফাইমার বাড়ি মালতিপুরের জ্যোতমনি এলাকায়। স্থানীয় লোকজন খোঁজ করেও ওই শিশুকে খুঁজে না পেলে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা দফতর। গতকাল সন্ধের নামার পর তল্লাশি অভিযান স্থগিত করা হয়। আজ সকাল থেকে ফের ডুবুরি নিয়ে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা দফতর। কিন্তু আজও ফাইমার দেহ খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের একাংশের অনুমান, নদীর জলস্তর ও স্রোত বেশি থাকার জন্য ফাইমার দেহ ঘটনাস্থল থেকে অনেকটা দূরে চলে গিয়েছে।
[ আরও খবরঃ মালদা শহরে একাধিক পানীয় জলের কারখানায় পড়ল তালা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments