top of page

নাকাট্টি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার

অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রতুয়া-১ ব্লকের মহানন্দাটোলা গ্রামপঞ্চায়েতের নাকাট্টি এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


body-of-unidentified-youth-recovered-under-Nakatti-Bridge
নাকাট্টি ব্রিজের নিচে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে মহানন্দাটোলা গ্রামপঞ্চায়েতের নাকাট্টি ব্রিজের নিচে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর চাউর হতেই কৌতূহলী জনতা ভিড় জমান ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় রতুয়া থানার পুলিশও। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।


স্থানীয় এক বাসিন্দা জানান, মৃত যুবকের আনুমানিক বয়স ৩০ বছর। ওই যুবক এই এলাকার বাসিন্দা নন। কেউ বা কারা রাতের অন্ধকারে যুবকের গলা কেটে খুন করে মৃতদেহ ফেলে পালিয়েছে। মৃতদেহে বেশ কিছু ক্ষতচিহ্ন রয়েছে। রাতের অন্ধকারে শেয়ালে মুখের খানিকটা অংশ খেয়েছে বলেও অনুমান করছেন অনেকে। হয়তো কোনও পুরোনো শত্রুতার জেরে খুন হতে হয়েছে যুবককে। যুবকের হেপাজত থেকে একটি চাবি উদ্ধার করেছে পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page