top of page

ডোবায় মিলল বৃদ্ধের বিবস্ত্র দেহ

বৃদ্ধ দিনমজুরের বিবস্ত্র দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ইসলামপুর গ্রামপঞ্চায়েতে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় আপাতত দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।


মৃত বৃদ্ধের নাম ইসু মণ্ডল (৬৭)। ছেলে-মেয়ের বিয়ের পর স্ত্রী সরলিয়া মণ্ডলকে নিয়ে থাকতেন তিনি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন রাতের খাওয়ার খেয়ে কিছুক্ষণ বাইরে চলাফেরা করতেন ইসু। গতকালও বাইরে গিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরেননি। আজ সকালে বাড়ি থেকে প্রায় ৮০০ মিটার দূরে নলি কাটা অবস্থায় ডোবা থেকে তাঁর বিবস্ত্র মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।



মৃতের স্ত্রী জানান, গতকাল রাতে খাবার খেয়ে বাইরে গিয়েছিলেন স্বামী। কিন্তু আর বাড়ি ফেরেননি। আজ সকালে স্বামীর দেহ উদ্ধার হয়েছে৷ বাড়ির পাশেই স্বামীকে খুন করে দেহ দূরে নিয়ে যাওয়া হয়েছে৷ কে বা কারা, কেন খুন করেছে তা তিনি বুঝে উঠতে পারছেন না। গলা কেটে গোটা মুখে চাকু মারা হয়েছে৷ সব দাঁত ভেঙে দিয়েছে৷ দোষীদের শাস্তি চান তিনি।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page