পিএইচইর জল উত্তোলন কেন্দ্রের পাশে ভাসছে দেহ! আতঙ্ক এলাকায়
top of page

পিএইচইর জল উত্তোলন কেন্দ্রের পাশে ভাসছে দেহ! আতঙ্ক এলাকায়

পিএইচই দফতরের জল উত্তোলন পয়েন্টের পাশে ভাসছে জীবজন্তুর মৃতদেহ। মৃতদেহ পচে জল দূষণের পাশাপাশি বায়ু দূষণ হচ্ছে। ওই এলাকা থেকে দূষিত জল নিয়েই সাধারণ মানুষকে খাওয়াচ্ছে পিএইচই বলে অভিযোগ। শুধু তাই নয় দুর্গন্ধে ওই এলাকায় বসবাস করাও দুর্বিষহ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের। এমনই অভিযোগ উঠেছে মানিকচকের মথুরাপুর শংকরটোলা এলাকায়।



শংকরটোলা এলাকা দিয়ে বয়ে গেছে ফুলহর নদী। ওই এলাকায় রয়েছে পিএইচই-র জল উত্তোলন পয়েন্ট। অভিযোগ, দীর্ঘদিন ওই এলাকা পরিষ্কার না হওয়ায় পুরো এলাকায় কচুরিপানা ভরে গিয়েছে। নদীতে ভেসে আসা মৃতদেহ ওই এলাকায় এসে আটকে যাচ্ছে। দিনের পর দিন সেখানে মৃতদেহ পড়ে থাকতে থাকতে পচে যাচ্ছে। দূষিত হচ্ছে জল ও বায়ু। বিষয়টি নিয়ে একাধিকবার পিএইচই দফতরে জানিয়েছেন স্থানীয়রা। তবে কোনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অবিলম্বে ওই এলাকা পরিষ্কার করে সাধারণ মানুষের জনজীবন সুস্থ করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page