top of page

একই গাছে দুই বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আমগাছে দুই বন্ধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালিয়াচক ২ নম্বর ব্লকের কালাচাঁদটোলা গ্রামে৷ মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে মোথাবাড়ি থানার পুলিশ৷


মৃত দুই যুবকের নাম মনোজ মণ্ডল (১৮) ও চৈতন্য মণ্ডল (১৮)৷ আজ সকালে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি আমগাছে একইসঙ্গে দুই বন্ধুর দেহ ঝুলতে দেখেন সানাউল হক নামে এক গ্রামবাসী৷ তিনি জমিতে ভুট্টা তুলতে যাচ্ছিলেন৷ তাঁর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের লোকজন৷ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায় মোথাবাড়ি থানার পুলিশ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মোবাইল ফোনের গেমে আসক্তির কারণেই দুই বন্ধু এক সঙ্গে আত্মঘাতী হয়েছে৷



যদিও দুই পরিবারের দাবি, দুই বন্ধুকে একসঙ্গে খুন করা হয়েছে। তবে দুই পরিবারের লোকজনই মোবাইল ফোনে গেমের প্রতি আসক্তির কথা স্বীকার করেছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

コメント


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page