একই গাছে দুই বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
আমগাছে দুই বন্ধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালিয়াচক ২ নম্বর ব্লকের কালাচাঁদটোলা গ্রামে৷ মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে মোথাবাড়ি থানার পুলিশ৷
মৃত দুই যুবকের নাম মনোজ মণ্ডল (১৮) ও চৈতন্য মণ্ডল (১৮)৷ আজ সকালে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি আমগাছে একইসঙ্গে দুই বন্ধুর দেহ ঝুলতে দেখেন সানাউল হক নামে এক গ্রামবাসী৷ তিনি জমিতে ভুট্টা তুলতে যাচ্ছিলেন৷ তাঁর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের লোকজন৷ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায় মোথাবাড়ি থানার পুলিশ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মোবাইল ফোনের গেমে আসক্তির কারণেই দুই বন্ধু এক সঙ্গে আত্মঘাতী হয়েছে৷
যদিও দুই পরিবারের দাবি, দুই বন্ধুকে একসঙ্গে খুন করা হয়েছে। তবে দুই পরিবারের লোকজনই মোবাইল ফোনে গেমের প্রতি আসক্তির কথা স্বীকার করেছে।
[ আরও খবরঃ চাল পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল পুরকর্মী ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios