বন্ধ মানিকচক রাজমহল নৌ-রুট, আন্দোলনে মাঝিরা
অবৈধভাবে একাধিক নৌকা চলাচলের অভিযোগ তুলে আন্তঃরাজ্য নৌকা পারাপার বন্ধ রেখে আন্দোলনে নামল মানিকচক ঘাটের মাঝিরা। নদী পারাপার বন্ধ থাকায় মানিকচকের ঘাটে আটকে ঝাড়খণ্ডের বহু মানুষ। দ্রুত নৌকা চলাচল শুরু করার আবেদন যাত্রীদের।
গঙ্গা নদীর এক পাড়ে মালদার মানিকচক অন্য পাড়ে ঝাড়খণ্ডের রাজমহল। মানিকচক ঘাটে আইনি জটিলতায় বর্তমানে বন্ধ রয়েছে লঞ্চ পরিসেবা। তাই প্রতিদিন নৌকায় নদী পারাপার করে হাজার হাজার মানুষ। মানিকচক ঘাটে নৌকা সমিতির মোট ১৬টি নৌকা চলে প্রতিদিন। অভিযোগ, বর্তমানে বেশ কয়েকটি নৌকা সরকারি বা ঘাট সমিতির অনুমতি ছাড়াই অবৈধভাবে চলাচল শুরু করেছে। ঝাড়খণ্ডের নৌকাগুলি অবৈধভাবে মানিকচক ঘাটে চলছে। মানা করতে গেলে এপারের মাঝিদের হুমকি সহ নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ মাঝিদের। ফলে শনিবার সকাল থেকেই নৌকা পারাপার পুরোপুরি বন্ধ রেখেছে মানিকচক ঘাটের মাঝিরা।
মাঝিদের অভিযোগ, দুই পাড়ের কিছু দালাল মিলে মাঝিদের সমস্যায় ফেলেছে। অবৈধভাবে বেশ কয়েকটি নৌকা চালানো হচ্ছে। এই ঘাটে শুধুমাত্র সরকারি অনুমোদিত নৌকা চলাচল করবে। অবৈধভাবে নৌকা চলাচল বন্ধ করুক প্রশাসন। এই দাবিতেই নৌকা পারাপার পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।
[ আরও খবরঃ স্কুলের জানালা ভেঙে চুরি ইংরেজবাজারে ]
নৌকা চলাচল বন্ধ থাকায় নদীর পাড়ে আটকে ঝাড়খণ্ডের বহু যাত্রী। দ্রুত মাঝিদের সমস্যা দূর করে নৌকা চলাচল স্বাভাবিক করার আবেদন জানিয়েছেন যাত্রীরা।
Comments