ভিড় সরাতে লাঠিচার্জ, শেষ পর্যন্ত গঠন হল না বোর্ড
সকাল থেকেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। রাত পর্যন্ত বহাল থাকল সেই উত্তাপ। শেষ পর্যন্ত বোর্ড গঠনই হল না বাবুপুর গ্রাম পঞ্চায়েতে। আগামী ১০ দিনের মধ্যে ওই পঞ্চায়েতে বোর্ড গঠন করা হবে জানানো হয়েছে পঞ্চায়েতের তরফে।
গতকালই গাজোলের বাবুপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের কথা ছিল। বোর্ড গঠনকে কেন্দ্র করে গতকাল সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বোর্ড গঠন নিয়ে গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে হাজার খানেক গ্রামবাসী ভিড় জমান। অভিযোগ, জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। পালটা সাধারণ মানুষের ক্ষোভ উগড়ে পড়ে পুলিশের ওপর। মারধর করা হয় পুলিশকর্মীদেরও। দফায় দফায় উত্তেজনার জেরে রাত পর্যন্ত বোর্ড গঠন করা যায়নি। অবশেষে ব্লক আধিকারিকরা ঘোষণা করেন আগামী ১০ দিনের মধ্যে বাবুপুর পঞ্চায়েতে বোর্ড গঠন করা হবে।
ঘোষণার পরেও পঞ্চায়েতের আশেপাশে বহু মানুষের ভিড় ছিল। অবশেষে পঞ্চায়েতের সামনে থেকে ভিড় সরাতে ফের লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের ওপর হামলার ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়েছে কিনা তা জানা যায়নি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios