top of page

ট্রেনের কামরায় রক্তাক্ত যাত্রী! উদ্ধার করল রেল পুলিশ

মালদা টাউন স্টেশন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার রেলযাত্রী। এখনও পর্যন্ত ওই রেল যাত্রীর পরিচয় জানা যায়নি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।


রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকাল ১০টার সময় মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ট্রেনের কামরার ভেতরে এক রেলযাত্রীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান অন্যান্য যাত্রীরা। খবর দেওয়া হয় রেল পুলিশে। তড়িঘড়ি দেহটি উদ্ধার করে মালদা রেল হাসপাতালে নিয়ে যায় রেল পুলিশকর্মীরা। সেখান থেকে ওই যাত্রীকে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই রেলযাত্রী। তবে এখনও পর্যন্ত ওই যাত্রীর নাম পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page