রক্তের সংকট মেটাতে মালদা স্টেশনে রক্তদান শিবির
রক্তের সংকট মেটাতে এগিয়ে এল মালদা টাউন স্টেশনের জিআরপি কর্মীরা। মঙ্গলবার সকালে মালদা টাউন স্টেশনে জিআরপির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে আরপিএফ অফিসার, সিভিক ভলান্টিয়ার সহ বহু যাত্রী রক্তদান করেন।
মালদা টাউন স্টেশনের জিআরপি অফিসার তন্ময় রায় বলেন, দীর্ঘদিন ধরে মালদা মেডিকেলের ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা রয়েছে। রক্তের অভাবে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। মালদা মেডিকেল কলেজে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিনের শিবিরে জিআরপি, আরপিএফ কর্মী ছাড়াও বহু যাত্রী রক্তদান করেন। আগামী দিনেও এধরণের সমাজসেবা মূলক কাজকর্মে এগিয়ে আসবে মালদা টাউন জিআরপি কর্মীরা।
Comments