top of page

অনুমোদন ছাড়াই চলছে মালদা মেডিকেলের ব্লাড ব্যাংক

অনুমোদন ছাড়াই চলছে মালদা মেডিকেলের ব্লাড ব্যাংক৷ অনুমোদন ছাড়া ব্লাড ব্যাংক চলার তালিকায় রয়েছে এসএসকেএম, নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল, ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের মতো প্রথম সারির সরকারি হাসপাতালগুলি৷ সম্প্রতি ন্যাশনাল মেডিকেল কমিশনের প্রতিনিধিদের সঙ্গে রাজ্যের মেডিকেলগুলির কর্তৃপক্ষের বৈঠক উঠে আসে এই তথ্য৷


জানা গিয়েছে, সম্প্রতি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন তিনটি বিষয় নিয়ে রাজ্যের মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে৷ বিষয়গুলির মধ্যে ছিল ব্লাড ব্যাংকের লাইসেন্স, মৃতদেহ দান ও চিকিৎসকদের অনুপস্থিতি৷ বৈঠকে এই তিনটি বিষয় নিয়ে অধিকাংশ মেডিক্যাল কর্তৃপক্ষই কমিশনকে সঠিক তথ্য পেশ করতে পারেনি৷ এতে অসন্তোষ প্রকাশ করেন কমিশনের প্রতিনিধিরা৷ কিন্তু রাজ্যের একাধিক সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ জেনে স্তম্ভিত হয়ে যান কমিশনের সদস্যরা। ব্লাড ব্যাংকের মেয়াদ উত্তীর্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিকে প্রতি দু’মাসে ২০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।


মালদা মেডিকেলের এমএসভিপি প্রসেনজিৎ বর জানান, সম্প্রতি ন্যাশনাল মেডিকেল কমিশনের প্রতিনিধিরা এই হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন৷ তাঁরা যাবতীয় তথ্য নিয়ে গিয়েছেন৷ তিন বছর আগে মালদা মেডিকেলের ব্লাড ব্যাংকের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে৷ আমরা পুনর্নবীকরণের জন্য আবেদন জানিয়েছি৷ তবে ব্লাড ব্যাংকে পরিকাঠামোগত সমস্যা ও পর্যাপ্ত কর্মী না থাকায় ব্লাড ব্যাংকের লাইসেন্স সময়মতো পুনর্নবীকরণ করা সম্ভব হচ্ছে না৷ আমরা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page