অপহরণের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে অবরোধ
top of page

অপহরণের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে অবরোধ

অপহরণের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে রতুয়ার পরানপুর সংলগ্ন রাজ্য সড়কে। ঘটনার জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে ক্ষিপ্ত বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তোলে পুলিশ।



জানা গিয়েছে, গত মঙ্গলবার পরানপুর এলাকার বাসিন্দা রিণ্টু মিয়াঁকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৫ লক্ষ টাকা দাবি করেছে বলে অভিযোগ পরিবারের। তাঁদের দাবি, এনিয়ে বারবার পুলিশ জানানো হলেও পুলিশ কোনও উদ্যোগ নিচ্ছে না। রিণ্টুকে ফিরে পেতে পরিবারের লোকজন দিনের পর দিন থানা থেকে ঘুরে আসছে। এই অপহরণের ঘটনার পেছনে স্থানীয় এক বাসিন্দাকে সন্দেহ করেছে পরিবারের লোকজন। সেকথাও পুলিশকে জানানো হয়েছে। কিন্তু পুলিশ কিছুই করছে না। প্রতিবাদে আজ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে রাজ্য সড়ক অবরোধ করে পরিবারের লোকজন। ঘটনাস্থলে পৌঁছে পরিবারের লোকদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় পুলিশ। দ্রুত রিণ্টুকে খুঁজে বের করে দোষীদের শাস্তির ব্যবস্থা না করা হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথাও বলেছেন পরিবারের লোকজন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page