top of page

উলটো জাতীয় পতাকা হাতে ব্লক সভানেত্রী, ভাইরাল ছবি

ব্লক তৃণমূল সভানেত্রী তথা জেলা পরিষদের সদস্যের হাতে উলটো জাতীয় পতাকার ছবি ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি আমাদের মালদা। শাসকদলকে দেশবিরোধী বলে আক্রমণ করেছে গেরুয়া শিবির। পালটা সাফাই দিয়েছে ঘাসফুল শিবিরও।


গত ১৫ অগাস্ট দেশের অন্যান্য জায়গার মতো হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা নেতাজি মোড়েও জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন হরিশ্চন্দ্রপুর ব্লক তৃণমূল সভানেত্রী তথা জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন। ওই অনুষ্ঠানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই ছবিতে দেখা যায় জেলা পরিষদ সদস্য উলটো জাতীয় পতাকা হাতে ধরে রয়েছেন। যদিও সেই ছবির সত্যতা যাচাই করা যায়নি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ছবি নিয়েই বিজেপি শাসকদলকে আক্রমণ করেছে। বিজেপির দাবি, তৃণমূল দেশ বিরোধী দল। তাই তৃণমূলের নেতানেত্রীরাও দেশের জাতীয় পতাকাকে অপমান করছেন।


ree

এনিয়ে মর্জিনা খাতুন দাবি করেছন, ওই অনুষ্ঠান চলাকালীন সামনের রাস্তা দিয়ে বাচ্চাদের একটি শোভাযাত্রা যাচ্ছিল। ছোটো বাচ্চাদের হাতে জাতীয় পতাকা ছিল। কেউ তাদের হাত থেকে পতাকা নিয়ে তাঁর হাতে দিয়েছিলেন। তিনি বিষয়টি লক্ষ্য করেননি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page