top of page

লকডাউন আছে বলেই তৃণমূল সরকার আছে: সায়ন্তন

মালদায় এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। পাশাপাশি তিনি দলত্যাগকারীদেরও এক হাত নেন।


আজ বিজেপির জেলা কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তন বসু বলেন, লকডাউনের পর তৃণমূল সরকার আর থাকবে কি না জানা নেই। লকডাউন আছে বলেই তৃণমূল সরকার আছে। এই সরকার কোনও চাকরিই দিতে পারেনি৷ টেট, এসএসসি পরীক্ষার চাকরি এখনও হয়নি৷ এবার বন দফতরে নিয়োগ করার কথা বলা হচ্ছে৷ এটা আসলে টাকা তোলার কৌশল৷ তৃণমূল সরকার হিংসার রাজনীতি কায়েম করছে৷ কিন্তু বিজেপি গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে চাই৷ বিজেপি অন্যায়ের প্রতিবাদ করেছে৷ এখন প্রতিরোধ চলছে, প্রয়োজনে প্রতিশোধ নেওয়া হবে৷



[ আরও খবর: অফিসে গলায় ফাঁস লাগিয়ে পোস্টমাস্টারের আত্মহত্যা ]



সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করছেন কয়েকজন নেতা। এনিয়ে সায়ন্তনবাবুর প্রতিক্রিয়া, এঁরা কেউ সক্রিয়ভাবে দলের কোনও কর্মসূচিতে যোগ দেননি। তাই এঁদের সম্পর্কে কিছু বলা যাবে না।

টপিক: #BJP

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page