Search
তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মহকুমাশাসকের দফতরের সামনে অবস্থান
- আমাদের মালদা ডিজিট্যাল
- Sep 4, 2020
- 1 min read
তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হল জেলা বিজেপি নেতৃত্ব। শুক্রবার সকালে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে মঞ্চ করে অবস্থান বিক্ষোভ করে বিজেপির কর্মী-সমর্থকরা। জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, রাজ্যজুড়ে চলতে থাকা তৃণমূলের দুর্নীতি, অত্যাচারের প্রতিবাদে তাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি।
অন্যদিকে, চাঁচল মহকুমাশাসকের দফতরের সামনে উত্তর মালদার সাংসদের নেতৃত্বে অবস্থান বিক্ষোভে সামিল হয় বিজেপির কর্মী সমর্থকরা। উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, লাগামহীন দুর্নীতি করছে শাসকদলের নেতারা। দিনের পর দিন বিজেপির কর্মীদের, শাসকদলের নেতাকর্মীরা খুন করে চলেছে। ভারতীয় জনতা পার্টির ১১০ জন কর্মীকে খুন করা হয়েছে। পাশের দিনাজপুর জেলায় বিধায়ককে খুন করা হয়েছে। সেই খুনের কিনারা আজ হয় নি। পুরুলিয়াতেও খুন করা হল। পূর্ণ তদন্ত করার আগেই পুলিশসুপার বলে দিচ্ছেন আত্মহত্যা। আজ বাংলার গণতন্ত্র একেবারে বিপন্ন। বাংলার গণতন্ত্রকে রক্ষার জন্যই আজ গোটা রাজ্য জুড়ে ৬৬টি মহকুমাশাসকের দফতরে অবস্থান বিক্ষোভ করছেন ভারতীয় জনতা পার্টি।
Comments