চায়ে পে চর্চায় তৃণমূল, কটাক্ষ বিজেপির
top of page

চায়ে পে চর্চায় তৃণমূল, কটাক্ষ বিজেপির

নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কোমর কষে ময়দানে নামছে রাজনৈতিক দলগুলি। বিজেপির পাশাপাশি এবার চায়ে-পে-চর্চা কর্মসূচি নিল তৃণমূলও। শনিবার সদরঘাট মোড়ে বিজেপির চায়ে-পে-চর্চার আসরের উলটো দিকে ১৮ নম্বর ওয়ার্ডে চায়ের আসর বসাল তৃণমূলও৷ এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷


শনিবার সকালে সদরঘাট মোড়ে বিজেপির চায়ে-পে-চর্চা কর্মসূচি ছিল৷ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল। এদিকে, বিজেপির চায়ে-পে-চর্চা কর্মসূচির ঠিক উলটো দিকে চায়ের আসর বসায় তৃণমূলও৷



সাংসদ খগেন মুর্মু বলেন, বিজেপি সব জায়গায় চায়ে-পে-চর্চার মাধ্যমে মানুষের অভাব অভিযোগ জানার চেষ্টা করছে৷ আর তৃণমূল বিজেপির পিছনে লেগে গণ্ডগোল বাধানোর চেষ্টা করছে৷ পুরাতন মালদা পুরসভার প্রশাসক কার্তিক ঘোষের দাবি, পুরাতন মালদা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন সকালে আমরা নিয়মিত চায়ের আসর করে থাকি৷ এটা আমাদের রুটিন৷ বিজেপির কিছু পরিযায়ী পাখি ভোটের সময় হেলিকপ্টারে এসে লোক দেখানো এই কর্মসূচি করছে৷ ভোট পেরোতেই এদের আর দেখা মিলবে না৷


পরে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বন্দর, জাহাজ ও জলপথ পরিবহণ দফতরের রাষ্ট্রমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় বলেন, তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণে রাজ্য সরকার সাহায্য চাইলে তা দিতে প্রস্তুত কেন্দ্র৷ শুধু তাই নয়, খুব তাড়াতাড়ি গঙ্গায় প্রায় এক হাজার ৪০০ কিলোমিটার নৌপথ মানুষের জন্য খুলে দেওয়া হবে৷ পাশাপাশি রাজ্য সরকারকে একাধিক ইশ্যুতে আক্রমণ করেন তিনি। বলেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা বাংলার বৈশিষ্ট্য৷ তৃণমূল সরকারের আমলে বাংলার মানুষের উপর অত্যাচার হচ্ছে৷ মানুষের অধিকার খর্ব করা হচ্ছে৷ মমতাদিদি এই রাজ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হতে দিচ্ছেন না৷ কৃষকরা কেন্দ্রীয় সরকারের সুবিধে পাচ্ছে না৷ আমরা সবসময় সংবিধান মেনে চলি৷ এখানে আমফানের সময় মোদীজি তৎক্ষণাৎ এখানে এসে বাংলার মানুষকে সহায়তা করেছিলেন৷ মোদীজি বলে দিয়েছেন, এই রাজ্যের সরকার ইচ্ছে করলে নিজের নামে কেন্দ্রীয় প্রকল্প লাগু করতে পারে৷ কিন্তু কৃষকরা যেন সরকারি প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত না হয়৷ এবারের নির্বাচনে এই রাজ্যে শাসনভার পরিবর্তন হবে৷ রাজ্যে এবার বিজেপির সরকার আসবে৷




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page